‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে নানা আয়োজনে আজ সোমবার (৯ ডিসেম্বর) জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), নালিতাবাড়ীর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে এক দুর্নীতিবিরোধী র্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এরপর সেখানে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম, দুপ্রকের সভাপতি এম এ হাকাম হীরা, সনাক সদস্য জোবায়দা খাতুন, প্রেসক্লাব, নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু, দুপ্রকের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সোহেল, টিআইবির এরিয়া ম্যানেজার এস. এম. আতিকুর রহমান সুমন প্রমুখ।
পথসভায় বক্তরা চলমান দুর্নীতিবিরোধী অভিযানের বাস্তব সুফল নিশ্চিতে কোনো প্রকার ভয় বা করুণার ঊর্ধ্বে থেকে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘‘কাউকে ছাড় দেওয়া হবে না” এই অঙ্গীকার বাস্তবায়ন করার আহবান জানান। এছাড়া দুর্নীতি প্রতিরোধে দুদককে শক্তিশালী করতে রাজনৈতিক সদিচ্ছার কার্যকর প্রয়োগ নিশ্চিত করে প্রতিষ্ঠানটির ওপর সকল প্রকার প্রত্যক্ষ ও পরোক্ষ সরকারি ও রাজনৈতিক প্রভাব বন্ধ করারও অনুরোধ করেন। অন্যদিকে দুদকে নেতৃত্ব পর্যায়ে অকুতোভয় সৎসাহস, দৃঢ়তা ও নিরপেক্ষতার মাধ্যমে এর ওপর অর্পিত আইনি ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে দৃষ্টান্তমূলক কার্যকরতা নিশ্চিত করা ইত্যাদি দাবি তুলে ধরেন।
এসব কর্মসূচিতে সনাক, দুপ্রক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ এর সদস্য, সাংবাদিক, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এতে প্রেসক্লাব, নালিতাবাড়ী ও কারিতাস, নালিতাবাড়ীর আন্ধারুপাড়া ও খলিসাকুড়া আত্মনির্ভরশীল দল অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করে।