শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী মিশন বটতলা এলাকার শেরপুর-বারমারীর প্রধান সড়কে আজ ২৯ আগস্ট মঙ্গলবার বিকেলে এক ঘন্টাব্যাপী আদিবাসী নেতা ও নালিতাবাড়ী ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের (টিডাব্লিউএ) চেয়ারম্যান মি: লুইস নেংমিনজার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় গারো আদিবাসীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মি. জন মাংসাং, ফ্রান্সিস চাম্বুগং, প্রনিলা নেংমিনজা, অঞ্জলী জেংচাম, সুজলা চাম্বুগং প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নব জাগরণ পত্রিকায় গত ২০ আগস্ট আদিবাসী নেতা ও নালিতাবাড়ী উপজেলার ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি: লুইস নেংমিনজার বিরুদ্ধে ধর্ষনের মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। আমরা এই মিথ্যা সংবাদের তীর্ব প্রতিবাদ জানাই এবং ওই মিথ্যা সংবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট সকলের বিচার দাবি করি। সেই সাথে যারা ওই পত্রিকার সংবাদকর্মীকে মিথ্যা তথ্য সরবরাহ করে আদিবাসী সমাজে বিভ্রান্তি ছড়িয়েছে তাদের বিচার দাবি করি। এর সঠিক বিচার না পেলে তাহলে পরবর্তীতে আরো কঠোর কর্মসুচী গ্রহন করার ঘোষনাও দেন তারা। এই মানববন্ধনে ২ শতাধিক আদিবাসী নারী-পুরুষ অংশ গ্রহন করেন।
শেরপুর টাইমস/ বা.স