শেরপুরের নালিতাবাড়ীতে গভীর রাতে টিনসেড দোকানের ঝাঁপ ভেঙ্গে প্রবেশ করে ও অস্ত্র ঠেকিয়ে ১লাখ ৫৬ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়েছে একটি দুস্কৃতিকারী চক্র। ১ জুলাই শনিবার ভোর রাতে উপজেলার রানীগাঁও গ্রামের রানীগাঁও মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও দোকান মালিক জানান, শুক্রবার দিবাগত রাতে রানীগাঁও মসজিদ মোড়ে অবস্থিত সুমন মিয়ার ফেক্সিলোড/ইজিলোড/বিকাশ এসবের দোকান বন্ধ করে বাড়িতে যায়। তবে দোকান পাহাড়া দেওয়ার জন্য তার পিতা আব্দুল বারিক ওই দোকানের মধ্যেই ঘুমিয়ে ছিলেন। শনিবার ভোর রাতে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে দোকানের ঝাপ ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় দোকানে ঘুমিয়ে থাকা আব্দুল বারিককে অস্ত্র ঠেকিয়ে ১লাখ ৫৬ হাজার টাকা নিয়ে কেটে পরে দুস্কৃতিকারীরা। এ বিষয়ে শনিবার আব্দুল বারিক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দাখিল করেছেন।
নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম বিষটির সততা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে।