শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদীর নিষিদ্ধ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাসানুজ্জামান খোকন নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস এ জরিমানা করেন।
সুত্রে জানা গেছে, উপজেলার ভোগাই নদীর শহরতলী নিচপাড়া বঙ্গবন্ধু পার্ক সংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল হাসানুজ্জামান খোকনসহ একাধিক বালু ব্যবসায়ী। এ নিয়ে কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও কিছুদিন পর বহাল তবিয়তে বালু উত্তোলন চলছিল। ফলে সোমবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় হাসানুজ্জামান খোকনের মালিকানাধীন ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলমান থাকায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।