শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও স্থলবন্দর এলাকার চার আলী বাজারে শনিবার (২ অক্টোবর) বিকেলে অটোরিক্সা চাপায় এক উপজাতি নারীর মৃত্যু হয়েছে। নিহত বাল্লিকা ম্রং (৫০) উপজেলার হাতিপাগার গ্রামের সম্রাট সাংমার স্ত্রী।
পারিবাবিক সুত্র জানায়, শনিবার বিকেলে বাল্লিকা ম্রং নাকুগাও স্থলবন্দর থেকে শ্রমিকের কাজ করে বাড়িতে যাওয়ার পথে নাকুগাঁও চার আলী বাজার মোড়ে এলে হঠাৎ একটি অটোরিক্সা এসে বাল্লিকাকে চাপা দেয়। পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এসময় স্থানীয়রা অটোরিক্সাটি আটক করলেও চালক পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও ওসি উল্লেখ করেন।