মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীর ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার (৩১ শে আগস্ট) দুপুরে বেগম রৌশন আরা একাডেমী প্রাঙ্গনে পোড়াগাঁও ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে স্কুলব্যাগ, ন্যাপকিন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাদ মিয়ার সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন এলজিএসপি-৩ প্রকল্পের জেলা সমন্বয়ক মোঃ আব্দুর রহিম, প্রধান শিক্ষক মোঃ নেছার উদ্দিন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পোড়াগাঁও ইউপি সচিব মোঃ হাফেজ উদ্দিন, ইউপি সদস্য মোঃ নুর ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ এরশাদ আলম, মোঃ রফিকুল ইসলাম, কৃষকলীগ নেতা মোঃ আবুসাইদ, বেগম রৌশন আরা একাডেমীর প্রিন্সিপাল মোঃ সুরুজ্জামান, পোড়াগাঁও ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ মশিউর রহমান প্রমূখ। এদিন নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজ, ৪টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১টি বালিকা উচ্চ বিদ্যালয় ও ২টি মাদ্রাসার মোট ২২৫জন কিশোরী ছাত্রীদের মাঝে ১টি করে স্কুলব্যাগ, ২টি করে স্যানাটারী ন্যাপকিন, ১টি করে সাবান, ১টি করে তোয়ালে ও ১২টি করে শ্যাম্পু বিতরন করা হয়।
এসময় ইউপি সদস্য মোছাঃ ফিরোজা বেগম, মোছাঃ রাবিয়া বেগম, পলাশিকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আমান উল্লাহ রতন, সহকারী শিক্ষক ফরিদা নাছরীন, উজ্জল হোসোইন এবং বেগম রৌশন আরা একাডেমীর সহকারী শিক্ষক মোঃ আবু সাইদ, মোছাঃ মনিরা পারভীন, নার্গিস আক্তার, জুয়েল মিয়া, মহারানী খাতুন, সুমি আক্তার ও আবুবক্কর সজিব প্রমূখ উপস্থিত ছিলেন।