শেরপুরের নালিতাবাড়িতে ‘শব্দরোদ’ লিটল ম্যাগ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (৩ জুন) বিকাল ৫টায় নালিতাবাড়ি সেঁজুতি বিদ্যানিকেতন প্রাঙ্গণে কবি, সাহিত্যিকদের উপস্থিতিতে এ লিটল ম্যাগের মোড়ক উন্মোচন করা হয়।
প্রিন্সিপাল মুনীরুজ্জামানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক এম.এ.হাকাম হিরা এবং বিশিষ্ট ব্যাবসায়ী, ক্রীড়া ব্যক্তিত্ব বাবু অসীম দত্ত হাবলু। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক জ্যোতি পোদ্দার, ‘শব্দরোদ’ এর সম্পাদক কবির মুকুল প্রদীপ, অধ্যক্ষ নজরুল ইসলাম, নারী নেত্রী ক্লোডিয়া নকরেক, অরণি প্রগ্রেসিভ স্কুল এর সিইও নাজনীন হক, রিয়াদ আল ফেরদৌস প্রমুখ। শিক্ষক সজল কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে লিটন ম্যাগ শব্দরোদ এর লক্ষ্য, চলমান কার্যক্রম নিয়ে আলোকপাত করেন সম্পাদক কবির মুকুল প্রদীপ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিপ্লব সাহা, মাহমুদুল হক লিটন, সাংবাদিক শাহাদাত তালুকদার, মুজাহিদ আমিন, প্রমুখ। আলোচনা শেষে কবিতা আবৃত্তি করেন কবির মুকুল প্রদীপ, বিপ্লব সাহা, সুব্রত পাল ও মুজাহিদ আমিন।