শেরপুরের নালিতাবাড়ীতে র্যাব-১৪ সিপিসি অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ আলামিন মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাবের একটি দল উপজেলার সীমান্তবর্তী বারোমারী মিশনের পাশে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলামিন ঝিনাইগাতী উপজেলার খৈলাকুড়া গ্রামের মফিদুল ইসলামের ছেলে।
সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ মিয়া ও সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র্যাবের একটি দল বারোমারী মিশনের পাশে অভিযান চালিয়ে তালেব স্টোর নামে একটি দোকান থেকে তাকে ফেনসিডিলসহ গ্রেফতার করে। এই ঘটনায় নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।