শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তর্তী পাহাড়ি এলাকা থেকে ৫২ বোতল ভারতীয় মদসহ আমিনুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম শেরপুর সদর উপজেলার ভাটিপাড়া গ্রামের আশা মিয়ার পুত্র। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় বুরুঙ্গা কালাপানি ফাতেমা বেকারী এলাকায় কয়েকজন মাদক কারবারী বস্তাভর্তি ভারতীয় মদ নিয়ে পাচারের অপেক্ষায় দাড়িয়ে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পুলিশের হাতে মদসহ ধরা পড়ে মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম। পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাসী করে ৫২ বোতল ভারতীয় রয়েল স্টেজ মদ জব্দ করা হয়। এ বিষয়ে মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে তাকে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, বস্তাভর্তি মদের বোতল নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করছিল মাদক কারবারীরা। এসময় আমরা মাদক কারবারি আমিনুলকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে তাকে মঙ্গলবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করেছি।