শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা যুবদল এবং ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) পৌর শহরের নিলামপট্রী মহল্লায় বিএনপির একাংশের কার্যালয়ে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুলাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, কলসপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও রুপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিজুল ইসলাম মিন্টু। এই অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।