জানা গেছে, আগামী ১১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন পদের প্রার্থীরা তাদের প্রার্থীতা জানান দিয়ে যাচ্ছেন। এরমধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, সাবেক জেলা পরিষদ সদস্য নোহেলিকা দিব্রা, আদিবাসী নেত্রী ক্লডিয়া নকরেক কেয়া ও ওয়ার্কার্স পার্টি নেত্রী রাজিয়া সুলতানা প্রচার প্রচারনা শুরু করেছেন।
এছাড়াও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি ও অঙ্গীকার ফাউন্ডেশন এ দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে নারীদের বিভিন্ন উন্নয়নমুলক প্রশিক্ষণ, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করা ছাড়াও নানা ধরনের কর্মকান্ড করে পরিচিতি অর্জন করেছেন তিনি। সবদিক বিচেনায় ভালোভাবে প্রচারণায় অংশ নিলে তিনি বিজয়ী হতে পারবেন বলে ধারণা করছেন ভোটাররা। উপজেলাজুড়ে তার নিজস্ব কর্মী থাকায় নির্বাচনী প্রচারণায় খুব একটা বেগ পেতে হবে না তাকে।
বছরের বিভিন্ন সময়ে তিনি দরিদ্র অসহায় মানুষের মাঝে নানা ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে হাজির হন। যে কারণে তিনি সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। বর্তমানে রাজিয়া সুলতানা মানব দরদী হিসেবে শেরপুর জেলায় সবার কাছে বেশ পরিচিতি লাভ করেছেন।
নারী নেত্রী রাজিয়া সুলতানা ছাত্র জীবন থেকেই প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। লেখাপড়া শেষ করে তিনি একটি বেসরকারী উন্নয়ন সংস্থায় চাকরি করতেন। সেই চাকরি ছেড়ে দিয়ে সরাসরি মানবসেবার লক্ষে রাজনীতিতে যুক্ত হন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কর্মকান্ড সম্পর্কে বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি কমরেড রাশেদ খান মেনন অবগত হন।
রাজিয়া সুলতানা নালিতাবাড়ী পৌর শহরের পালপাড়া মহল্লার শিক্ষক পরিবারের সন্তান। তিনি শহরের আড়াই আনী বাজারের হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের লেখাপড়া করেছেন। এছাড়া তিনি সরকারী নাজমুল স্মৃতি কলেজে অধ্যয়ন করেছেন।
এ প্রসঙ্গে রাজনৈতিক অভিব্যক্তি প্রকাশ করে ওর্য়ার্কাস পার্টির নেত্রী রাজিয়া সুলতানা বলেন, আমি ছাত্রজীবন থেকেই অধিকার বঞ্চিত মানুষদের পাশে থেকে কাজ করেছি। জীবনের বাকি দিনগুলোতেও মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই। তাই আমি নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সর্মথন চাই।