শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সরকারী নাজমুল স্মৃতি কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সাধারণ ও বিএমটি শাখার শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ অক্টোবর) সকালে সরকারী নাজমুল স্মৃতি কলেজ হলরুমে সাধারণ ও বিএমটি নবীন শিক্ষার্থীদের এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
এতে কলেজের সহকারী অধ্যাপক আজমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মোঃ আবদুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী নাজমুল স্মৃতি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক (ইংরেজি) শাজাহান কবির, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীগণ।