শেরপুরের নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোঃ সুরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান মুছা নির্বাচিত হয়েছেন। শনিবার (৩ জুন) গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে চেয়ার প্রতীকে ১৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপজেলার বাঘবেড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুরুজ্জামান। সাধারণ সম্পাদক পদে বই প্রতীকে ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান মুছা। এছাড়া সহসভাপতি পদে টেলিভিশন প্রতীকে ১৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মধ্য নালিতাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ।
এদিকে, সভাপতি পদে ছাতা প্রতীকে ১৮২ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্ধি হয়েছেন উত্তর নাকশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক পদে দেয়াল ঘড়ি প্রতীকে ১৭৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্ধি হয়েছেন তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন। আপরদিকে, সহসভাপতি পদে মোবাইল প্রতীকে ১৭১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্ধি হয়েছেন নয়াবিল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলাম।
সুত্র জানায়, নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে শনিবার বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা হয়। মোট ৩৮২ জন ভোটারের মধ্যে ৩৭০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম। নির্বাচিত নতুন কমিটিকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন শিক্ষক ও রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ।