:রফিক মজিদ/ এম. সুরুজ্জামান:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারের মেগা প্রকল্প রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ও সোলার বিদ্যুতের মাধ্যমে দেশে বিদ্যুত ঘাটতি মেটানোর পরিকল্পনা করে উদ্ভাবনী প্রজেক্টের একটি স্টল প্রদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে নালিতাবাড়ী উপজেলা কার্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এবং স্বাগত বক্তব্য রাখেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমেল রিছিল।
মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের বিভিন্ন বিষয়ের উপর ডিজিটাল উদ্ভাবনী ২০ টি স্টল প্রদর্শন করা হয়। এসব স্টলের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের স্টলে তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আব্দুল হাকিম স্মৃতি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকরা সম্প্রতি বাংলাদেশের রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে দেশের উন্নয়ন চিত্রের রূপরেখার বিদ্যুৎ কেন্দ্র করার একটি উদ্ভাবনী রূপরেখা তৈরী করেছেন। সেইসাথে তারা দুর্ঘটনা প্রতিরোধে নিরাপদ সড়ক ব্যবস্থাপনার উপরও একটি উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করেন।
শিক্ষক মুহাম্মদ জয়নাল আবেদীন, নজরুল ইসলাম, সাখাওয়াত হোসাইন গালিব, এমদাদুল হক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহজামাল এ উদ্ভাবনী প্রজেক্ট তৈরীতে সহযোগীতা করেন। পরবর্তীতে এ মেলা থেকে সেরাদের নিয়ে আয়োজন করা হবে জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা।