![](http://sherpurtimes.com/storage/2024/01/IMG_20240115_180830-scaled.jpg)
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের পাহাড়ি গারোপল্লী পানিহাটা গ্রামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে ৮৫ জন শীতার্তদের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে এসব কম্বল বিতরণ করা হয়।
সুত্র জানায়, নালিতাবাড়ীতে চলমান মৃদু শৈত প্রবাহের কারনে পাহাড়ি গ্রামগুলোতে কনকনে শীত পড়েছে। তাই উপজেলা প্রশাসন ওইসব এলাকায় জুরুরীভিত্তিতে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহন করে। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল কম্বল নিয়ে হাজির হন উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি গারোপল্লী পানিহাটা গ্রামে। পরে তিনি ওই গ্রামের ৮৫জন শীতার্ত নারী পরুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নানসহ অন্যান্য অতিথিরা।