শেরপুরের নালিতাবাড়ীতে লগুচাপের প্রভাবে ও উজান থেকে নেমে আসা হঠাৎ পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকায় ঢলের পানি ঢুকে পড়ে। এতে পানিবন্দি হয়েছে উপজেলার কয়েক লাখ মানুষ। ঘর বাড়িতে পানি উঠে পড়ায় রান্না করতে না পেরে অভুক্ত রয়েছে শতশত পরিবার।
রবিবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বাতকুচি, পলাশীকুড়া ও আটভাইপাড়া গ্রামের এসব অভুক্ত ৭৫০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার বিতরণ করেছে পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এসবের মধ্যে ছিল চিড়া, মুড়ি ও গুড়। এলাকার মানুষ আরো খাদ্য সহায়তার দাবি জানিয়েছেন।
১ নং পোড়াগাঁও ইউনিয়ন যুবদলের উদ্যোগে দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আমির হামজার অর্থায়নে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সহ- সম্পাদক, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরী, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আহাম্মদ মন্ডল, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুবদল নেতা শেখ ফরিদ ও বাবু প্রমুখ।