শেরপুরের নালিতাবাড়ীতে ভারত থেকে চোরাই পথে আনা প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসাথে চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর সোয়া পাঁচটার দিকে পৌর শহরের আড়াইআনী বাজারের কালেমা চত্বর মোড় এলাকা থেকে এসব জব্দ করা হয়। জব্দ করা চিনি পাশ^বর্তী হালুয়াঘাট উপজেলার বাঘাইতলা এলাকা থেকে ট্রাকযোগে নালিতাবাড়ীর দিকে নিয়ে আসছিল পাচারকারীরা। এসব চিনি ও যানবাহনসহ জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পলাশতলা গ্রামের চোরাকারবারী হারুন মিয়া (৩৪), হালুয়াঘাট পূর্ব বাজারের ট্রাক চালক সোহেল মিয়া (২৫), একই উপজেলার ঘোষবেড় গ্রামের মাহিন্দ্রা পিকআপ চালক শেখ ফরিদ (২২) ও সংগ্রা গ্রামের হেলপার হৃদয় দাস (১৮)।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে হালুয়াঘাট উপজেলার বাঘাইতলা বাজারের চোরাকারবারী ব্যবসায়ী হারুন মিয়া চোরাই পথে আনা তার মালিকানাধীন ৫০ কেজি করে ৪৪০ বস্তা ভারতীয় চিনি একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানে করে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পৌরশহরের আড়াইআনী বাজার কালেমা চত্বরে অবস্থান নেয়। ভোর সোয়া পাঁচটার দিকে কালেমা চত্বর অতিক্রম করার সময় ট্রাক ও পিকআপ আটকে তল্লাসীকালে ভারতীয় ওইসব চিনির বস্তা পাওয়া যায়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক ও পিকআপসহ ৪৪০ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় চোরাকারবারী হারুন মিয়া (৩৪), ট্রাক চালক সোহেল মিয়া (২৫), পিকআপ চালক শেখ ফরিদ (২২) ও হেলপার হৃদয় দাসকে (১৮) আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া বলেন, গ্রেপ্তারকৃত ৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে শেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।