শেরপুরের নালিতাবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৩৮ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদসহ হযরত আলী (৩০) ও আব্দুল্লাহ ওরফে ময়নাল (২৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (৮ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিজপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হযরত আলী উপজেলার কালাকুমা পূর্বপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং আব্দুল্লাহ ওরফে ময়নাল জামালপুর জেলার সদর উপজেলার পাথালিয়া নাওভাঙ্গা গ্রামের মহর আলী মন্ডলের ছেলে।
সুত্র জানায়, হযরত আলী ও ময়নাল দীর্ঘদিন যাবত কৌশলে মাদক ক্রয়বিক্রয় করে আসছিল। এরই প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল নালিতাবাড়ী উপজেলার নিজপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় ৩৮ বোতল বিদেশি মদসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করার পর জেলা কারাগারে পাঠানো হয়েছে।