শেরপুরের নালিতাবাড়ীতে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ১২০জন প্রশিক্ষনপ্রাপ্ত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে হাঁসপালন করার জন্য একটি করে হাঁসঘর বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) সকালে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয় চত্তরে এসব ঘর বিতরণ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম. মোস্তফা কামাল, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ফায়েজুর রহমান, ভেটেনারী সার্জন ডাঃ আবু সায়েম, আদিবাসী নারীনেত্রী ক্লোডিয়া নকরেক কেয়া ও উপকারভোগী ক্ষুদ্র- নৃগোষ্ঠী নারী পুরুষ। পরে ১২০ জনকে হাঁসপালনের জন্য একটি হাঁসঘর বিতরণ করা হয়।