শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চার গ্রাম হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। সোমবার (৮ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রবিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের দক্ষিণ নাকসি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- শেরপুর সদর উপজেলার বটতলা এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র সুমন মিয়া (২৮) ও নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের দক্ষিণ নাকসি গ্রামের আবুবকর সিদ্দিকের পুত্র আবদুল হালিম (৩৮)।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, গ্রেপ্তার সুমন ও আবদুল হালিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। একইসাথে মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি জানান।