শেরপুরের নালিতাবাড়ীতে দুই গ্রাম হিরোইনসহ আব্দুর রহিম নামের (৩০) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুর রহিম শেরপুর সদর উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত দশটার দিকে উপজেলার পৌরশহরের জারুয়ারপাড় এলাকা থেকে তাকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুত্র জানায়, নালিতাবাড়ী পৌরশহরের জারুয়ারপাড় এলাকায় মাদক পাচার হচ্ছিল এমন গোপন সংবাদে ওই এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় শেরপুর সদর উপজেলার পাঞ্জরভাঙ্গা গ্রামের আব্দুর রহিমকে দুই গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মরিুল আলম ভুঁইয়া জানান, গ্রেপ্তার আব্দুর রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা রুজু করে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।