শেরপুরের নালিতাবাড়ীতে হাজংদের মাতৃভাষায় শিক্ষার বাস্তবতা প্রেক্ষিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের কয়রাকুড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রিপ ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি) বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন শেরপুর জেলা শাখার সহযোগিতায় শেরপুরের জনউদ্যোগ এর আয়োজন করে।
এতে হাজং নেত্রী কল্পনা রাণী হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জানউদ্যোগ শেরপুরের আহবায়ক শিক্ষক আবুল কালাম আজাদ। জনউদ্যোগের সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুলের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন শিক্ষক ও গবেষক জ্যোতি পোদ্দার।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বনকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরন চন্দ্র বর্মণ, কয়রাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরুল কায়েস, বেগম রৌশন আরা একাডেমির প্রধান শিক্ষক এম. সুরুজ্জামান, শ্যামল চন্দ্র হাজং, সাংবাদিক ক্লোডিয়া নকরেক কেয়া, কমিউনিস্ট পার্টির নেতা সোলাইমান আহমেদ ও দেশি জাতের ধান আবিষ্কারক সেন্টু চন্দ্র হাজং প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শরিফুর রহমান ও স্থানীয় হাজং সম্প্রদায়ের নেতৃবৃন্দ। সভায় শিক্ষার্থীসহ ওই এলাকার হাজং সম্প্রদায়ের দুই শতাধিক নারী ও পুরুষ অংশ গ্রহন করেন।
সভায় বক্তারা বলেন, কালক্রমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত হাজং সম্প্রদায়ের মাতৃভাষা এখন প্রায় বিলুপ্তীর পথে। তাই এই ভাষাকে টিকিয়ে রাখতে নিজস্ব বর্ণমালা প্রনয়ন করে হাজং ভাষাকে পাঠ্যপুষ্তকে অন্তর্ভুক্ত করতে হবে। একইসাথে হাজং ভাষায় অভিজ্ঞ শিক্ষকদের নিয়োগ করে শিক্ষার্থীদের পাঠদান করতে হবে। বিষয়টি দ্রুত বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোড় দাবি জানান তারা।