শেরপুরের নালিতাবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি এএইচএম. মোস্তফা কামাল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ফয়েজুর রহমান ও প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ আবু সায়েম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।