১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) রুপনারায়নকুড়া ইউনিয়ন একাদশের আয়োজনে ও তরুণ সমাজসেবক গোলাম কিবরিয়ার পৃষ্ঠপোষকতায় ইউনিয়নের সিনিয়র বনাম জুনিয়র দলের মাঝে এক দিনের ওই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচে সিনিয়র একাদশের বিপক্ষে জুনিয়র একাদশ জয় লাভ করে ৫ উইকেটে। এর আগে টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিনিয়র একাদশের অধিনায়ক মুজাহিদুল ইসলাম উজ্জ্বল। তার দল ৩৫ অভারের খেলায় ১০উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯১রান। সিনিয়র দলের ব্যাটসম্যান জাকির
দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান, রাকিব ২১, শান্ত ১৭, মোস্তাফিজুর রহমান ১৭ ও দলীয় অধিনায়ক মুজাহিদুল ইসলাম উজ্জ্বল করেন ১৯ রান। ১৯২ রানের টার্গেট তারা করতে নেমে ২৪.২ বলেই জয়ের প্রান্তে পৌঁছে যায় জুনিয়র একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করে ম্যান অফদ্যা ম্যাচ নির্বাচিত হন আল আমিন। এছাড়া শরিফ ৪৫ ও রুবেল করেন ২৮ রান। উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পাইখাতলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় খেলাটি।
খেলার পৃষ্ঠপোষক হিসেবে সার্বিক সহযোগীতা করেন তরুণ সমাজসেবক গোলাম কিবরিয়া। তিনি খেলার সার্বিক খোজখবর নেওয়ার সময় বলেন, মাদক ও মোবাইল আসক্ত থেকে দুরে থেকে সুস্থ বিনোদনের সাথে তরুনদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি এলাকার বিত্তবান সহ সমাজের নানা শ্রেণীপেশার মানুষ যেন তরুন সমাজকে সুস্থ বিনোদনের সাথে সম্পৃক্ততা করার কার্যকরী উদ্যোগ গ্রহণ করেন এজন্য তাদেরকে অনুরোধ করেন।