শেরপুরের নালিতাবাড়ীতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৬৫৬ জন দরিদ্র অসহায় মানুষের মাঝে একটি করে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আজাদ মিয়ার অর্থায়নে এসব শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার বারমারী বাজারস্থ বেগম রৌশন আরা একাডেমি প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে আজাদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বেগম রৌশন আরা একাডেমির পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী, প্রিন্সিপাল এম. সুরুজ্জামান, পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগনেতা এরশাদ আলম, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু সাঈদ দেওয়ান, যুবলীগের সভাপতি মুরাদ মিয়া, সমাজসেবক সুলতান আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগনেতা আজগর আলী, আসকর আলী, মশিউর রহমান ও আবুবকর সিদ্দিক সজীব প্রমুখ।
পরে পোড়াগাঁও ইউনিয়নের ৬০০ জন নারীর মাঝে একটি করে শাড়ি ও ৫৬ জন পুরুষের মাঝে একটি করে লুঙ্গি বিতরণ করা হয়।