শেরপুরের নালিতাবাড়ীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তঃক্লাব ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) বিকেলে উপজেলা প্রশাসনের সভাকক্ষ তেপান্তরে এসব বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল। এতে কিশোর-কিশারী ক্লাবের আবৃত্তি শিক্ষক জুবায়ের আলম জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির, জেলা কিশোর-কিশোরী ক্লাবের সুপার ভাইজার আতাউর রহমান প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এসময় কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ও অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।