শেরপুরের নালিতাবাড়ীতে চার দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৪ আগষ্ট) দুপুরে পৌর শহরের আড়াইআনী বাজারের জেবা প্লাজায় ওই উদ্যোক্তা প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শেরপুর কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা অফিসের উপ-ব্যবস্থাপক বিজয় কুমার দত্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান ও অঙ্গীকার ফাউন্ডেশনের সভাপতি সফল নারী উদ্যোগক্তা রাজিয়া সুলতানা।
এতে অঙ্গীকার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রশিক্ষণ প্রদান করেন জেলা বিসিক অফিসের প্রশিক্ষক আতাউর রহমান ফকির। এই প্রশিক্ষণে ২৫ জন নারী উদ্যোক্তা অংশ নেন।