এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গীনায় পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপনের ফলে নিরাপদ শাক সবজির মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হবে। তাই শিক্ষার্থীদের উৎপাদিত অতিরিক্ত শাক সবজি বিক্রি করে তাদের পরিবারের লোকজন বাড়তি আয়ের পথ খোঁজে পাবেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।