শেরপুরের নালিতাবাড়ীতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ জন সনাতন হিন্দু ধর্মালম্বী দরিদ্র অসহায় নারীর মাঝে বস্ত্র হিসেবে একটি করে শাড়ী বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার আড়াইআনী বাজার কার্যালয়ে এসব বস্ত্র বিতরণ করা হয়।
এতে অঙ্গীকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক হুমায়ূূন কবীর মুজিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারীনেত্রী ও সমাজসেবক রাজিয়া সুলতানা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পোড়াগাঁও ইউনিয়নের কৃষকনেতা অঙ্গীকার ফাউন্ডেশনের সদস্য আব্দুস সোবাহান, নালিতাবাড়ী ৭নং ইউনিয়নের নেত্রী অঙ্গীকার ফাউন্ডেশনের সদস্য উম্মে কুলসুম প্রমুখ।