শেরপুর নালিতাবাড়ীর সেঁজুতি সাংস্কৃতিক একাডেমির আয়োজনে সেঁজুতি অঙ্গনে নানা আয়োজনে শরৎ উৎসব পালিত হয়েছে। বুধবার (১৬ আগষ্ট) সকালে ‘আজি কী তোমার মধুর মুরতি হেরিনু শারদ প্রভাতে’ গান গেয়ে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেঁজুতি অঙ্গনে এসে শরতালোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শিক্ষার্থী অভিভাবক ফারুক আহমেদ বকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির নেতা সরকার গোলাম ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাফিজুল ইসলাম জুয়েল ও সাংবাদিক শাহাদাত হোসেন তালুকদার প্রমুখ।
এসময় প্রধান অতিথি সরকার গোলাম ফারুক বলেন, বর্ষা শেষে বাংলার প্রকৃতিতে একটি শান্ত স্নিগ্ধ রূপের আগমন ঘটে। নদীর দুইধারে বিশাল দিগন্তে শুভ্র কাশফুল নেচে উঠে। গাঢ় নীল আকাশে দেখা যায় সাদা মেঘের ভেলা। ঘরের আঙিনায় ঝড়ে পড়ে শিউলী ফুল। খালি পায়ে অনুভুত হয় সিক্ত হওয়া। এসব আমাদের শরতের আগমনের জানান দেয়। শরৎ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। পাহাড়ি জনপদে বাঙালি সংস্কৃতিকে লালন ও পালন করে এই সেঁজুতি বিদ্যানিকেতন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একুশে দ্যুতি ও চন্দ্রিকা দ্যুতি। এতে সেঁজুতি বিদ্যানিকেতনের শিশু শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহন করেন।