
“দক্ষতার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার” বিষয়ের উপর শেরপুরের নালিতাবাড়ীতে রচনা ও পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) বিকেলে উপজেলা প্রশাসন ও ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করে আজিমুন নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গণগ্রন্থাগার। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে থেকে রচনা জমাদানকারীদের মধ্য থেকে সেরাদের নিয়ে অনুষ্ঠিত হয় এই পাঠ প্রতিযোগিতা।
আজিমুন নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
বিচারকের দায়িত্বে ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি নালিতাবাড়ীর সহ-সভাপতি মশিউর রহমান মুছা, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের জেলা ম্যানেজার মুশফিকুর রহমান।
রচনা ও পাঠ প্রতিযোগিতা আয়োজক কমিটির সদস্য সচিব শাহিন আলমের সঞ্চালনায় এ সময় স্বেচ্ছাসেবক রুহুল সিদ্দিকী রুমান, আয়োজক কমিটির আহ্বায়ক সাংবাদিক আমানুল্লাহ আসিফ, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সিনিয়র সদস্য সারোয়ার হোসেনসহ আজিমুন নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গণগ্রন্থাগারের সদস্য, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সদস্য ও প্রতিযোগিরা উপস্থিত ছিলেন।
এতে প্রতিযোগিদের পাঠ উপস্থাপন, সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়।
এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন নাজমুল স্মৃতি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী হাসান মিয়া, দ্বিতীয় স্থান অর্জন করেন সরকারি নাজমুল স্মৃতি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আল আমিন ইসলাম কাব্য ও তৃতীয় স্থান অর্জন করেন নাসিরাবাদ কলেজের শিক্ষার্থী আবু রাসেল।
পরে গ্রন্থাগারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক গ্রহনের পর সেরা প্রতিযোগিদের পুরষ্কার ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।