শেরপুরের নালিতাবাড়ীতে নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে রাখতে পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। রোববার (২৫ জুন) বিকেলে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।
সুত্র জানায়, এসময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে প্রদর্শিত মূল্য তালিকা না থাকায় দুই দোকানীকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় করার অপরাধে এক দোকানীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসব দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, জনস্বার্থে ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রনে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।