শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বেকিকুড়া আমবগান বাজার এলাকার বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা হাছেন আলী (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মঙ্গলবার বিকেলে নিজ বাড়ীতে তিনি বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন।
বুধবার (২২ মে) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এ সময় রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে গার্ড অব অনার প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।