শেরপুররের নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে চুরি হওয়া ৯ টি ফ্যান উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রবিবার (২৪ মার্চ) ভোররাতে পৌরশহরের আড়াইআনী বাজার ও কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার গোল্লারপাড় গ্রামের মোহাম্মদ আলী (৪৫), উত্তর চকপাড়া গ্রামের আরমান হোসেন (১৭), বোতল ভাঙ্গা গ্রামের শামীম মিয়া (১৬) ও একই গ্রামের নাইম মিয়া (১৫)।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে রবিবার দুপুরে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।