শেরপুরের নালিতাবাড়ীতে মাদক কারবারীদের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে সহযোগিতা করতে যাওয়ায় মাহফুজ মিয়া নামে এক গ্রাম পুলিশকে কুপিয়ে আহত করেছে মাদক কারবারীরা। এ ঘটনায় মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে মাদক কারবারি জিয়ারুল ইসলাম ও আনোয়ার হোসেন নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরআগে সোমবার (১৬ অক্টোবর) রাত নয়টার দিকে উপজেলার ৬নং কাকরকান্দি ইউনিয়নের বেনুপাড়া পুলিশ ক্যাম্পের নিকটে এ ঘটনা ঘটে।
আহত গ্রাম পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সম্প্রতি নালিতাবাড়ী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান জোরদার করে। এরই অংশ হিসেবে সোমবার রাতে কাকরকান্দি ইউনিয়নের বেনুপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে পুলিশ। ওই গ্রামের একটি অংশে প্রতিনিয়ত মাদক কেনাবেচা ও সেবন চলে এমন অভিযোগ রয়েছে। অভিযান চলাবস্থায় বিষয়টি টের পেয়ে মাদক কারবারীরা অবস্থান পারিবর্তন করে সাবধান হয়ে যায়। পুলিশের বিট কর্মকর্তা এসআই আব্দুল মালেকসহ অন্যরা ওই স্থান থেকে চলে এলে তথ্য সংগ্রহের জন্য রয়ে যান ৫নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মাহফুজ মিয়া। সোহাগপুর বিধবাপল্লীর জন্য বেনুপাড়া অস্থায়ী পুলিশ ক্যাম্পের কাছেই অপেক্ষা করছিলেন গ্রাম পুলিশের ওই সদস্য। এসময় পেছন দিক থেকে এসে দা দিয়ে কুপিয়ে আহত করে মাদক কারবারিরা। উপর্যুপরি আঘাতে গ্রাম পুলিশ দ্রæত চিৎকার দিয়ে কাকরকান্দি বাজারে ঢুকে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি করে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত গ্রাম পুলিশ সদস্য মাহফুজ মিয়া জানান, ৫-৬ জনের একটি দল তাকে ঘিরে আকস্মিক হামলা চালায়। এসময় তিনি সকলকে চিনতে না পারলেও তিনজনের নাম জানেন বলে জানান। এরা হলো- জাহিদুল, রাসেল ও শরিফ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসার জানান, বেনুপাড়াসহ কাকরকান্দি ইউনিয়নের বেশ কয়েকটি জায়গায় নিয়মিত মাদকের রমরমা বাণিজ্য ছাড়াও মাদক সেবন চলে। এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এমনকি উঠতি বয়সীরা বিপথগামী হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, এই ঘটনায় গ্রাম পুলিশ মাহফুজ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এরই প্রেক্ষিতে জিয়ারুল ইসলাম ও আনোয়ার হোসেন নামে দুইজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।