শেরপুরের নালিতাবাড়ীতে কৃষি বিভাগের উদ্যোগে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার বাঘবের ইউনিয়নের শিমুলতলা গ্রামে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুকল্প দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক সুশান্ত কুমার প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মোঃ খায়রুল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ। সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ। এতে শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন।