শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর বুরুঙ্গা পোঁড়াবাড়ি এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত শ্যালু ইঞ্জিন দিয়ে তৈরি ১৮ টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস ও একটি স্কেভেটর মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত ৫ ঘন্টাব্যাপী চেল্লাখালী নদীতে ওই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সুত্র জানায়, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুক চিরে প্রবাহিত চেল্লাখালী নদীটি। ওই নদীর বুরুঙ্গা ব্রীজের উত্তর দিকে পোঁড়াবাড়ি ও জিরো পয়েন্ট এলাকায় ইজারার শর্ত ভঙ্গ করে নদীর তীর ভেঙে প্রায় ২০/৩০ ফুট গর্ত করে ইজারা বহির্ভুত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এতে ওই নদীর বুরুঙ্গা ব্রীজ, নদী তীরবর্তী ৭/৮ বাড়ি ও প্রাকৃতিক পরিবেশ হুমকিতে পড়ে। এমন অভিযোগে মঙ্গলবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। এসময় বালু উত্তোলনকাজে ব্যবহৃত ১৮ টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। একইসাথে একটি স্কেভেটর মেশিন জব্দ করা হয়েছে। এছাড়া বালু উত্তোলনকাজে ব্যবহৃত ১০টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন, চেল্লাখালী নদীর ইজারার শর্ত ভঙ্গ করে নদীর তীর ভেঙে গভীর গর্ত করে বালু উত্তোলন করছিল কিছু সংখ্যক বালু ব্যবসায়ীরা। এতে এলাকার নদীর পাড়ের বাসিন্দাদের ঘরবাড়ি ও পরিবেশ হুমকিতে পড়েছে। তাই সেখানে অভিযান চালিয়ে ১৮টি মিনি ড্রেজার মেশিন অকার্যকর করা হয়েছে ও একটি স্কেভেটর মেশিন জব্দ করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।