শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে একটি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দনগর এলাকা থেকে ওই ট্রাক্টর জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সুত্র জানায়, উপজেলার বুকচিরে প্রবাহিত ভোগাই নদীর গোবিন্দনগর এলাকার ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন অভিযোগে শুক্রবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। এসময় বালু উত্তোলনের সাথে জড়িত ৩টি স্থাপনা ও কিছু সরঞ্জাম ধ্বংস করা হয়। এছাড়া বালুর পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়। একইসাথে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের সর্তক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।