শেরপুরের নালিতাবাড়ীতে চলমান প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবত বৃষ্টি না হওয়ায় অতিরিক্ত গরমে হাসফাস করছে প্রাণিকুল। এমতাবস্থায় রহমতের বৃষ্টি কামনা করে মহান আল্লাহর দরবারে ইস্তিস্কার নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন এলাকার মুসল্লীরা।
বৃহস্পতিবার (৮ জুন) সকালে পৌর শহরের তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইত্তেফাকুল ওলামা নালিতাবাড়ী উপজেলা শাখা এই নামাজের আয়োজন করেন। সকালে ইত্তেফাকুল ওলামার সদস্যবৃন্দ, বিভিন্ন মাদরাসার শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন পর্যায়ের মুসল্লী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ এলাকার মুসল্লীরা দলেদলে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হন।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ইত্তেফাকুল ওলামা নালিতাবাড়ী শাখার সভাপতি মুফতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন, মাওলানা মজিবর রহমান, মুফতি মুজাহিদুল ইসলাম, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ওসমান গণি, মাওলানা মাহমুদুল হাসান, অধ্যক্ষ মাহমুদ মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু ও ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।
এতে মহান আল্লাহর দরবারে নিজেদের গোনাহের জন্য মাগফিরাত কামনা ও রহমতের বৃষ্টি প্রার্থনা করে ইস্তিস্কার নামাজ আদায়ের পর দোয়া পরিচালনা করেন মুফতি ওবায়দুর রহমান। এ নামাজে প্রায় পাঁচশতাধিক ধর্মপ্রাণ মুসল্লী অংশ গ্রহন করেন।