শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র (৭৫) আর নেই। তিনি মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে বুধবার (৩১ মে) দুপুরে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পরে বিকেল সাড়ে পাঁচটার সময় তার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। এতে রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে গার্ড অব অনার প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, বীর মুক্তিযোদ্ধাগণ ও এলাকার জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারণ। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৪ মেয়ে সন্তান রেখে গেছেন।