শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগাড় গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য সুরুজ আলী আর নেই। তিনি বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়িতে ইন্তেকাাল করেন (ইন্না-লিল্লাহী ওয়াইন্নাহ ইলাইহি রাজিউন)। তাকে শুক্রবার (২৩ জুন) বাদজুমা হাতিপাগাড় মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এতে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে গার্ড অব অনার প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।