শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব ডিম দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এই দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া আশ্রয়ন কেন্দ্রে পুর্নবাসিত ৯১টি পরিবারের মাঝে ডিম বিতরন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভ্যাটেনারী সার্জন ডাক্তার আবু সায়েম, পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন ও ইউপি সদস্যগণ। অনুষ্ঠানে ডিমের পুষ্টিগুণ নিয়ে অলোচনা করেন অতিথিরা।