শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়াক্লাব ও সংগঠনকে ক্রীড়া পরিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে প্রাপ্ত ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ মেঘমালায় এসব ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী অগ্রদূত সংঘ, নবরুপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী, যুবমুসলিম সংঘ,অগ্নিগিরি ও আদর্শক্লাবসহ ৫টি ক্লাব ও ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ক্রিকেট ব্যাট, ভলিবল, স্ট্যাম্প ও ব্যাডমিন্টন সেট বিতরণ করা হয়।
ক্রীড়া সামগ্রী বিতরনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, মানসম্মত শিক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে এবং দক্ষ জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি যুব সমাজকে মাদকাসক্তি থেকে দ‚রে রাখার জন্য ক্রীড়া ও সাংস্কৃতি চর্চা করার গুরুত্ব অপরিসীম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ারুল কবির, সিনিয়র সাংবাদিক ও ঐতিহ্যবাহী অগ্রদূত সংঘের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল আহসান মঞ্জু, নবরুপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কামুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।