শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলার পরিষদের অর্থায়নে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্তরে এই বিতরণ উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা আনোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন আবু সায়েম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফারুক হোসেন, প্রেসক্লাব সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ। উদ্বোধনী দিনে ১০০ জনকে ১ কেজি করে সরিষা বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ১২টি ইউনিয়নের ৪ হাজার কৃষকের মাঝে এ সরিষা বীজ বিতরণ করা হবে বলে কর্মকর্তারা জানান।