শেরপুরের নালিতাবাড়ীতে ৭০ বোতল ভারতীয় মদসহ মঞ্জুরুল ইসলাম (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা পৌণে ১২টার দিকে পৌর শহরের নিয়ানিকান্দা গরুহাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মঞ্জুরুল শেরপুর সদর উপজেলার লসমনপুর গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার নালিতাবাড়ী পৌর শহরের অদুরে নয়ানিকান্দা গরুহাটি এলাকা দিয়ে সিএনজিযোগে মাদক কারবারি মঞ্জুরুল ইসলাম ভারতীয় মদসহ নকলার দিকে যাচ্ছিল। এসময় ওই এলাকায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশের সন্দেহ হলে পুলিশ সিএনজিতে তল্লাশি চালায়। তল্লাশিকালে ৪৬ বোতল ভারতীয় রয়েল স্ট্যাগ ও ২৪ বোতল রয়েল চ্যালেঞ্জ মদসহ মোট ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে মাদক কারবারি মঞ্জুরুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর মঞ্জুরুলকে মঙ্গলবার বিকেলে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।