মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শেরপুর জেলা খেতমজুর ইউনিয়নের উদ্যোগে গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে পৌরশহরের আড়াইআনী বাজার কার্যালয়ে ২০০ জন দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এতে নালিতাবাড়ী উপজেলা খেতমজুর ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য রীতা রাণী পাল, শেরপুর সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মনোয়ারা খাতুন লিলি, সাধারণ সম্পাদক সফুরা খাতুন, জাতীয় কৃষক সমিতি নকলা উপজেলা শাখার সভাপতি সেকান্দর বাদশা ও জেলা যুব মৈত্রীর সভাপতি রাজু আহমেদ প্রমুখ। এসময় ওয়ার্কার্স পার্টির জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন।