শেরপুরে নালিতাবাড়ীতে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ মেঘমালায় ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।
এসময় আতিথি উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত জাহান তুলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আনোয়ার হোসেন ও ইউপি চেয়ারম্যান আব্দুস সবুরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ। সভায় যথাযথ মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপনে নানা ধরণের নির্দেশনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।