শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি সীমান্তে বন্যহাতির অব্যাহত তান্ডবে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া এলাকার চৌকিদার টিলা বিজিবি ক্যাম্পের সামনের বোরো ধান ক্ষেতে তান্ডব চালায় বন্যহাতির দল। এসময় কৃষক ফুরকান আলী, রাজীব কোচ ও জয়নাল আবেদীনের উঠতি বোরো ধান ক্ষেত খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে দেয়।
গ্রামবাসীরা জানান, গত কয়েকদিন ধরে প্রায় ৩০টির বন্যহাতির দল উপজেলার আন্ধারুপাড়া, ডালুকোনা ও খলচান্দা কোচপাড়া গ্রামে অব্যাহত তান্ডব চালাচ্ছে। এসব এলাকার কৃষকরা ফসল বাঁচাতে মশাল জ্বালিয়ে রাত জেগে পাহাড়া দিচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় চৌকিদার টিলা বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের সামনের ধান ক্ষেতে তান্ডব চালালে স্থানীয় কৃষকরা ডাকচিৎকার ও শব্দ করে হাতি তাড়ানোর চেষ্টা করেন। তারা অভিযোগ করে বলেন বন্যহাতির কাছ থেকে ফসল বাঁচাতে অনেকটাই অসহায় হয়ে পড়েছেন তারা। তাছাড়া মশাল জ্বালানোর কেরোসিন তেলের যোগানও পাচ্ছেন না তারা।
বন বিভাগের মধুটিলা ফরেষ্ট রেঞ্জের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমরা বন্যহাতির কাছ থেকে কৃষকের ফসল বাঁচাতে সর্তক রয়েছি। একইসাথে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করে ক্ষতিপুরন দেওয়ার ব্যবস্থা করা হবে।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থ কৃষকরা থানায় জিডি করে বন বিভাগের মাধ্যমে ক্ষতিপুরন চেয়ে আবেদন করলে তাদেরকে ক্ষতিপুরন দেওয়া হবে।