বজ্রপাত প্রতিরোধে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক হাজার তালের বীজ রোপণ করা হয়েছে। ৪ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিন বীজ রোপণের কার্যক্রম উদ্বোধন করেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, বাঘবেড় ইউপি চেয়ারম্যান আবদুস সবুর ইউপি সদস্য, গ্রাম পুলিশ, চৌকিদার ও সুবিধাভোগী বিভিন্ন ওয়ার্ডের নারীদের মাধ্যমে তালের বীজ সংগ্রহ করেন।
পরে বুধবার সকালে কালিনগর থেকে নন্নী পর্যন্ত দুই কিলোমিটার সড়কে তালের বীজ রোপন করা হয়। এছাড়াও বাঘবেড় সরকারি প্রথমিক বিদ্যালয়, খড়িয়াকুড়া সড়ক ও ইউপি চত্বরে এক হাজার বীজ রোপন করা হয়। এসময় বাঘবেড় ইউপি চেয়ারম্যান আবদুস সবুরসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।