শেরপুরের নালিতাবাড়ীতে রোটারি ক্লাব সোনারগাঁও ঢাকার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার পৌরশহরের আড়াই আনী বাজারের হিরণ¥য়ী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শুক্রবার দুপুরে এই মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন প্রধান অতিথি রোটারি ক্লাব সোনারগাঁও ঢাকার সাবেক সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের কার্যকরী সদস্য কাজী রওনক হোসাইন। এতে রোগী দেখেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সালেহ আইদিদ সায়ক, জান্নাতুল ফেরদৌস তন্বি, আর্থোপেডিক ডাঃ জুহাইরা ইকবাল ও আইসিইউ ডাঃ মিন্নাত জাহান খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, অঙ্গীকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন মুজিব ও শেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মৈত্রী শেরপুর জেলা শাখার সভাপতি রাজু আহমেদ, অঙ্গীকার ফাউন্ডেশনের সদস্য সোলাইমান, হামিদুল ইসলাম হারুন, সোহানুর রহমান ও হাবিবুর রহমান প্রমুখ। এদিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪ শতাধিক রোগীর চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।